ইন্টারনেটে টাকা আয় করা পাপ। অনলাইনে টাকা আয় হারাম নাকি হালাল।

অনালাইনে টাকা আয় করা হারাম নাকি হালাল  

অনলাইনে হালাল টাকা আয়


আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভালো আছেন। আপনারা হেডলাইন দেখে বুঝতেই পারছেন আজ আমি কি লিখতেছি। আর আপনিও যা জানতে চেয়েছেন তাই জানতে পারবেন ইনশাল্লাহ। 

আপনি সত্যিই একজন ভালো মনের মানুষ । কেননা, আপনি জানতে চাইতেছেন অনলাইনে টাকা আয় করা হালাল নাকি হারাম। এই যুগে অনেক মানুষ বিভিন্ন মানুষ আছে , যারা অনেক ভাবে টাকা আয় করেন ।কিন্তু তারা হালাল ভাবে টাকা আয় করেন কিনা , সেসব কোনো খেয়াল করেন না। 

অফ লাইনে টাকা আয় যেমন হালাল হারাম আছে , ঠিক অনলাইনেও টাকা আয় করার হারাম হালাল আছে। তাই এই দুদিনের  দুনিয়াতে হালাল পথে টাকা আয় করুন , এবং জীবন টা সুন্দর ভাবে গড়ে তুলুন।

বর্তমানে বিভিন্ন ছেলেমেয়েরা অনলাইনে টাকা আয় করছে, এর মধ্যে বিভিন্ন ভাগ আছে। অনেকে মোবাইল দিয়ে টাকা আয় করছে ন।  এর মধ্যে অনেকে সিপিএ মার্কেটিং করেন। সিপিএ মার্কেটিং এর মধ্যে কিছু কিছু কাজ অবৈধ আছে। 

অবৈধ কাজ বলতেই হারাম। বর্তমানে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অনলাইনে টাকা আয় করছেন, এদের মধ্যে অনেকে স্নাপ চ্যাটে লসপলস একাউন্টে কাজ করে । এসব কাজ সম্পূর্ন নোংরা। এই রকম কাজ থেকে দূরে থাকুন। 

অনলাইনে টাকা আয় করার জন্য অনেক বৈধ পথ আছে। আপনি সেসব কাজ খোজ করে ,কাজ শিখে নিজে আর্নিং করতে পারেন । অনেকে অনলাইনে ব্যবসা করেন। আপনি চাইলে অনলাইনে হালাল ব্যবসা করতে পারেন । 

অনেকে ফেসবুক থেকে টাকা আয় করেন । অনেকে ভাবতে পারেন ফেসবুকে থেকে টাকা আয় করে কিভাবে? ফেসবুকে কি বৈধভাবে টাকা আয় করা যায়?

আমি বলি ফেসবুক একটা সোসাল মিডিয়া। এখানে প্রতিদিন লক্ষ কোটি মানুষ ভিজিট করে। এখানে আপনি মার্কেটিং এর কাজ করতেই পারেন। বৈধ পন্য এর মার্কেটিং করতেই পারেন। 

প্রতিটি ক্ষেত্রেই বৈধ অবৈধ আছে। আপনার বিবেক বুদ্ধি দিয়ে বিচার করে আপনি আপনার কাজ বুঝিয়ে করতে পারেন। 

বর্তমানে বাংলাদেশে অনেক ছেলেমেয়ে অনলাইনে টাকা আয় করছে। কেউ না বুঝে হারাম কাজ করছে। আমাদের উচিত এরকম কাজ যদি কোনো ছেলেমেয়ে আমাদের চোখের সামনে করে তাহলে আমাদের বারন করা দরকার। 

 কোনো খারাপ অবৈধ কাজ আপনার সামনে হচ্ছে , অথচ আপনি সেগুলো খারাপ কাজ গুলো  বাধা দিলেন না। তাহলে আপনিও সমান অপরাধি।

তাই আপনারা সব সময় মানুষকে ভালো কাজের দিকে আসতে বলবেন। মন্দ কাজের দিকে বাধা দেবেন। তাহলে দেখবেন আপনার মনেও তৃপ্তি আসবে। আপনার ভালো লাগবে।

অনেকে অনলাইনে কিছু মন্দ জিনিস লিখে বা কিছু বাজে জিনিস আপ্লোড করে মারা গেলো। তার লেখা বা আপলোড করা জিনিস গুলো অনলাইনে থেকেই গেলো। অথচ মৃত ব্যক্তি আর অনলাইন থেকে ওসব ডিলিট করতে পারলো না। 

 যত তার আপ্লোড করা , মন্দ লেখা কৃত জিনিস গুলো পড়বে তত সেই মৃত ব্যক্তির কবরে খারাপ আমল যোগ হতে থাকবে। তাই আপুনার সাবধান হওয়া  উচিত। 

অনলাইনে যদি আপনার টাকা আয় করার খুব ইচ্ছে থাকে তাহলে আপনি ভালো কিছু শিখিয়ে , আর্নিং করতে পারেন। 

বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ অনলাইনে টাকা আয় করছে। বাংলাদেশে  ফ্রিল্যান্সার দিন দিন বেড়েই যাচ্ছে। এইটা বাংলাদেশের অর্থনীতিতে ভালো প্রভাব ফেলছে। আমাদের দেশের সরকার এই আইটি সেক্টরের দিকে খুব ভালোভাবে নজর দিচ্ছে। 

আপনাদের ধারনা ক্লিয়ার করার জন্য একটা ইউটিউব ভিডিও দেখতে পারেন।

ভিডিও দেখুন








Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ